Logo

সারাদেশ

‎থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট, পটকা নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

‎থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট, পটকা নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি

আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সে লক্ষ্যে উন্মুক্ত স্থান ও রাস্তায় কনসার্ট, নাচ-গানের আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পটকা, আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‎এতে আরও উল্লেখ করা হয়, জারিকৃত এই নিষেধাজ্ঞা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এই তিন দিন বলবৎ থাকবে।

‎বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নববর্ষ উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

‎গাজী আরিফুর রহমান/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর