ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্যার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে প্রার্থীর পক্ষে দলটির স্থানীয় নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, প্রার্থীর প্রস্তাবকারী গোলাম কুদ্দুস, সমর্থনকারী শেখ মো. আব্দুল আজিজ ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান।
মনোনয়নপত্র জমা দান শেষে দলটির নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদী। তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

