Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Icon

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৭

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্যার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে প্রার্থীর পক্ষে দলটির স্থানীয় নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, প্রার্থীর প্রস্তাবকারী গোলাম কুদ্দুস, সমর্থনকারী শেখ মো. আব্দুল আজিজ ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান।

​মনোনয়নপত্র জমা দান শেষে দলটির নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদী। তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর