কুমিল্লার ১১ সংসদীয় আসনে ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আনোয়ার হোসাইন, কুমিল্লা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২২:২৮
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ প্রায় ২০–২৫টি রাজনৈতিক দলের ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
এর আগে মোট ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ দিনে সোমবার ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সোমবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ১৪ জনের মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে ১৫ জনের মধ্যে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩ জনের মধ্যে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১৪ জনের মধ্যে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ জনের মধ্যে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা-৬ (সদর–সদর দক্ষিণ–সিটি করপোরেশন–সেনানিবাস) আসনে ১৪ জনের মধ্যে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৯ জনের মধ্যে ৯ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৯ (নাঙ্গলকোট–লালমাই) আসনে ১৮ জনের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুমিল্লা-১০ আসনে ৭ জনের মধ্যে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ জনের মধ্যে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

