আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতির সম্মাননা প্রাপ্তিতে সংবর্ধনা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রাপ্তিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৫ ডিসেম্বর ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ কর্তৃক সম্মাননা পত্র পাওয়ায় আলমগীর কবিরের এই কৃতিত্বকে উদযাপন করতে সহকর্মীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম।
এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক মামুন শেখ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ওবায়দুর রহমান, কাজী জসিমউদদীন কাকুল, জাহিদুল হক মোল্যা ও মো. ইমরান মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলমগীর কবিরের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পুরো আলফাডাঙ্গা উপজেলার সংবাদকর্মীর জন্য গর্বের। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য, এই সম্মাননা প্রাপ্তি সেটিই আবারও প্রমাণ করল। বক্তারা তার দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবর্ধনা শেষে অতিথিবৃন্দ আলমগীর কবিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মিয়া রাকিবুল/এনএ

