Logo

সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় এবার কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত এক আইনশৃঙ্খলা সভায় এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষপ নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার যেখানেই অবৈধভাবে মাটি কাটার তথ্য পাওয়া যাবে, প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এই ধরনের কর্মকাণ্ড কখনোই প্রশ্রয় দেওয়া হবে না।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, ‘অবৈধ মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনানুগ সব ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদার করার বিষয়েও আলোচনা হয় সভায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভায় সদর দক্ষিণ থানার পুলিশ প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর