বোয়ালমারীতে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:১০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ফরিদপুরের বোয়ালমারীতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত তন্দ্রা দত্ত (১৬) দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত তন্দ্রা দত্ত ওই গ্রামের তাপস দত্তের মেয়ে। সে জয়পাশা ফজলুল হক একাডেমির দশম শ্রেণিতে পড়ত।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে তার কিডনি সংক্রান্ত সমস্যা ছিল। এ ঘটনায় অবহেলায় মৃত্যুর (ইউডি) মামলা হবে।’
এমএম জামান/এআরএস

