শীতে অসহায় মানুষের পাশে মির্জাপুরের ইউএন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫
ছবি : বাংলাদেশের খবর
গত কয়েক দিন ধরে সারাদেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল পৌঁছে দেন তিনি। হাড়কাঁপানো শীতে প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়ে শীত উপেক্ষা করে মাঠে নামেন ইউএনও সুরাইয়া ইয়াসমিন।
জানা গেছে, গভীর রাতে ইউএনও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইউএনও সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে সমাজের ছিন্নমূল ও অসহায় শীতার্তদের কাছে গিয়ে সামান্য পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি মাত্র। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।’
ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
রাব্বি ইসলাম/এআরএস

