Logo

সারাদেশ

জোটের কৌশলগত সিদ্ধান্তে ঝিনাইদহে এনসিপির প্রার্থী নেই

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

জোটের কৌশলগত সিদ্ধান্তে ঝিনাইদহে এনসিপির প্রার্থী নেই

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থী ঝিনাইদহের কোনো আসনে মনোনয়নপত্র দাখিল করেননি।

গত সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনসিপি প্রথম ধাপে সারাদেশে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝিনাইদহের কোন আসনে তারা প্রার্থী দেননি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-১ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট লাবাবুল বাশার (দয়াল) বলেন, ‘জোটে আমরা যে আসনগুলো পেয়েছি, সেখানে ঝিনাইদহের আসন অন্তর্ভুক্ত নেই। জোটের সিদ্ধান্ত মেনে আমি মনোনয়নপত্র জমা দিইনি। তবে শৈলকুপাবাসীর জন্য কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘কৌশলগত কারণে ঝিনাইদহে এনসিপি প্রার্থী দিচ্ছে না। আমরা ক্ষুব্ধ নই। এনসিপির মূল শক্তি তরুণ সমাজ। নতুন বাংলাদেশ বিনির্মাণে দল কাজ করছে।’

এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির প্রধান সমন্বয়ক তারেক রেজা বলেন, ‘জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি ঝিনাইদহে প্রার্থী দিচ্ছে না। আমাদের সম্ভাব্য প্রার্থীরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আমরা জোটের প্রার্থীদের পক্ষে কাজ করব।’

ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদানকারী রাশেদ খাঁনের আসনে দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা দুজনই বিএনপির মনোনয়ন পাননি। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা খাতুন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, জেলার চারটি আসনে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৭ জন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

জেলা রিটার্নিং অফিসক ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘প্রত্যেক প্রার্থী নির্দ্বিধায় ও শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী সহিংসতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’

ঝিনাইদহের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন, নারী ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর