Logo

সারাদেশ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১ (সিপিসি-২)। এসময় অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

একই দিন কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় পৃথক অভিযানে ১৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আ. কাদের তপু (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সে গাজীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।

অপরদিকে, কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকায় আরেকটি অভিযানে পলাতক আসামি জসিম খন্দকার (৪৫)–এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জসিম খন্দকার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে এবং একাধিক মাদক মামলার পলাতক আসামি।

র‍্যাব আরো জানায়, অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি ব্যবহার করে ধর্মপুরসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য গুরুতর অপরাধ সংঘটন করে আসছিল।

গ্রেপ্তারকৃত আ. কাদের তপুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আনোয়ার হোসাইন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর