কুয়াশায় আটকে গেল দুই নৌরুট, ৫ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল যথাক্রমে সাড়ে ৫ ও ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকদের কনকনে শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার ভোর রাত ৩টা ৫০ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে কাজিরহাট থেকে আরিচা আসার পথে নদীর মাঝখানে নোঙর করেছিল। বাকি ফেরিগুলো ঘাটেই আটকে ছিল।
অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে ঢাকা, খান জাহান আলী, কেরামত আলী, বিএস ডা. গোলাম মাওলা ও হাসনাহেনা নামের ফেরিগুলো পন্টুনের পাশে রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিয়ে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেই এ দুটি নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সুমন হোসেন/এআরএস

