Logo

সারাদেশ

গোপালগঞ্জে ওয়ান শ্যুটারগানসহ গ্রেপ্তার ১

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:০০

গোপালগঞ্জে ওয়ান শ্যুটারগানসহ গ্রেপ্তার ১

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশি তৈরি ওয়ান শ্যুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফারুক আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সদর উপজেলার মেরী গোপিনাথপুর শরীফপাড়া থেকে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি লোহার ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। অস্ত্রটির বাট ও ব্যারেলসহ দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় ইঞ্চি এবং ওজন আনুমানিক ৬ দশমিক ১৮ গ্রাম। পুলিশের ধারণা অনুযায়ী, অস্ত্রটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত শরীফ তৌহিদুল হক মেরী গোপিনাথপুর শরীফপাড়ার বাসিন্দা। তিনি মৃত শরীফ আবদুল হক ও মৃত জাহানারা বেগমের ছেলে।

অভিযান শেষে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর