Logo

সারাদেশ

ভূয়াছড়িতে নতুন ঘর, স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

ভূয়াছড়িতে নতুন ঘর, স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

ছবি : বাংলাদেশের খবর

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ভূয়াছড়ি এলাকার অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ভূয়াছড়ি এলাকায় নৌঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণের উদ্বোধন করা হয় এবং হতদরিদ্র পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম বলেন, ‘দুর্গম এই এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নে শিক্ষা উপকরণ থেকে শুরু করে রাস্তা-ঘাট, মন্দির—যা প্রয়োজন আমাদের জানাবেন। জীবনমান উন্নয়নে আমরা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত আছি।’

এরপর ভূয়াছড়ি চিল্লাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় একশ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী এবং এলাকার শীতার্ত শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করেন সেনা কর্মকর্তারা।

সেনাবাহিনীর এই উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিকসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর