Logo

সারাদেশ

শ্রীপুরে পোকার খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

শ্রীপুরে পোকার খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে অবস্থিত একটি পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বিশাল শেডের ভিতরে থাকা ২-৩টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগীরা কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ খামার এলাকা থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে শেডের ভিতরের কক্ষগুলোতে।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘রাতে হঠাৎ আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরের সব জিনিস পুড়ে যেতে থাকে।’

খামারের ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন জানান, ‘আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। এতে খামারের মূল্যবান উৎপাদন সামগ্রী ও সরঞ্জাম পুড়ে গেছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও একটি ইউনিট যোগ দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক মো. নুরুল করিম বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিশাল একটি শেডের ভিতরে থাকা দুটি কক্ষের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।’

খামারের মালিক শহিদুল ইসলাম জানান, আগুনে খামারের উৎপাদন সামগ্রী ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর