জয়পুরহাটে ধানের শীষের বিরুদ্ধে লড়বেন ৩ বিদ্রোহী প্রার্থী
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির মনোনয়ন না পেয়ে তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
জয়পুরহাট জেলায় সংসদীয় আসন দুটি। জয়পুরহাট-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এখানে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এ ছাড়া এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী)-এর তৌফিকা দেওয়ান, আমার বাংলাদেশ পার্টির সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশের আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম জালাল উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ও ঈসা আলেক মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিতে পারেননি।
জয়পুরহাট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। তবে তার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এ ছাড়া বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী ও ওমান বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আমিনুর রহমানও প্রার্থী হয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম রাশেদুল আলম এবং আমার বাংলাদেশ পার্টির এসএ জাহিদও মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিতে পারেননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাটের দুটি আসনে মোট ১৮টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১৪টি দাখিল হয়েছে। জয়পুরহাট-১ আসনে ১১টির মধ্যে ৮টি এবং জয়পুরহাট-২ আসনে ৭টির মধ্যে ৬টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৯৮৩ জন, মহিলা ২ লাখ ৩৪ হাজার ২৮৩ জন এবং হিজড়া ভোটার ৮ জন। এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১৫১টি, ভোটকক্ষ ৮৭৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪৫টি।
জয়পুরহাট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, মহিলা ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ২ জন। এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১০৪টি, ভোটকক্ষ ৬৭৫টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৫টি।
মাহফুজ রহমান/এআরএস

