Logo

সারাদেশ

গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে গৌরনদী উপজেলার হাইওয়ের হাঁসপিঠা রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি মো. মিলন (২২), পিতা মৃত আবদুর রাজ্জাক, গ্রাম–ডাকঘর: বনগ্রাম, থানা: ডাসার। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ভুরঘাটা ব্রিজের উপর স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, নিহতের পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম মিজান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর