অবৈধ গ্যাস সংযোগ : সোনারগাঁয়ে ২ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পৌর ভবনাথপুর এলাকার একটি ঢালাই কারখানা এবং দত্তপাড়া এলাকার একটি চুনা কারখানায় অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেয়। আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকার চুনা কারখানা এবং ভবনাথপুর এলাকার ঢালাই কারখানায় একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছিল। চক্রটি দৈনিক ৮ হাজার ১৮০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় সরকার প্রতি মাসে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকায় তাদের জরিমানা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘কলাপাতা’ নামের একটি মিষ্টির দোকানকে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৩০০ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযোগ রয়েছে, অবৈধ কারখানাগুলো একের পর এক অভিযানের পর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় টাকার বিনিময়ে পুনরায় সংযোগ দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া দুটি প্রতিষ্ঠানের সংযোগ এর আগেও দুই দফা বিচ্ছিন্ন করা হয়েছিল।
কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদার দাবি করেন, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেছেন।
মো. সজীব হোসেন/এআরএস

