Logo

সারাদেশ

শীতার্তদের পাশে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

শীতার্তদের পাশে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

ছবি : বাংলাদেশের খবর

গত কয়েকদিন ধরে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা নেই সূর্যের। সারাদিন বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষদের জীবন অতিষ্ঠ। এই কনকনে ঠান্ডায় রাতের আঁধারে শীতার্তদের পাশে নিজেই কম্বল নিয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন শীতার্ত পরিবারের বাসায় ও সড়কের পাশে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি তাদের খাদ্যসামগ্রীও প্রদান করেন।

রাতের তীব্র শীতে অপ্রত্যাশিতভাবে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন স্থানীয়রা।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা ওলিমা বেওয়া বলেন, ‘অনেকের কাছে গিয়েছিলাম, কেউ একটি কম্বলও দেয়নি। কিন্তু রাতে ডিসি স্যার নিজেই আমার বাড়িতে এসে কম্বল ও খাবার দিয়ে গেছেন। এটা সত্যিই অকল্পনীয়।’

বালিয়া ইউনিয়নের বাসিন্দা জয়নাল, খালেক ও রহিমা বলেন, ‘ভীষণ ঠাণ্ডা লাগছিল। কারো কাছেই কিছু পাইনি। আজ ডিসি স্যার নিজে এসে মোটা কম্বল ও খাবার দিয়ে গেছেন। এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ রাতে শান্তিতে ঘুমাতে পারব।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড শীত পড়েছে। ত্রাণ মন্ত্রণালয় ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রাপ্ত শীতবস্ত্র আমরা বিতরণ করছি। যারা সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের আমরা খুঁজে বের করে এই সহায়তা পৌঁছে দিচ্ছি। এই কার্যক্রম চলমান থাকবে।’

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জেলা প্রশাসক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর