Logo

সারাদেশ

অবৈধ বালু উত্তোলন

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, একটি স্টিল বডির ট্রলার ও ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের ইলিশা স্টেশনের কালীগঞ্জ ও হিজলা কন্টিনজেন্ট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হিজলা উপজেলার সওড়া সৈয়দখালি এলাকার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনরত অবস্থায় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, জব্দকৃত ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়। পরে ট্রলার ও আটকদের আইনের আওতায় নিয়ে আসতে হিজলা থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও মানুষের আবাসস্থল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ট্রলারসহ ২০ জনকে আটকের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। তবে জব্দকৃত ৫৭টি ড্রেজার বর্তমানে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর