ঝিনাইদহের গোয়াল পাড়া বাজারে ট্রাক চাপায় পরী বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পরী বেগম ঝিনাইদহ পৌরসভার খাজুরা গ্রামের সবুর মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৬টার সময় ঝিনাইদহ শহর থেকে নিহত পরী বেগম মেয়ে বাড়ি ঝিনাইদহ সদরের পানামী গ্রামে যাবার উদ্দেশ্যে গোয়াল পাড়া বাজারে নামে। মিষ্টি কিনতে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
এম বুরহান উদ্দীন/এনএ

