Logo

সারাদেশ

বছরের প্রথম দিনেই উত্তরের তাপমাত্রা ৯ ডিগ্রিতে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৩:০১

বছরের প্রথম দিনেই উত্তরের তাপমাত্রা ৯ ডিগ্রিতে

উত্তরের শীতাঞ্চল জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। ছবি : বাংলাদেশের খবর

উত্তরের শীতাঞ্চল জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। এ অঞ্চলে বইছে মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সূর্য উঠলেও হাড়কাঁপানো কনকনে শীতে মানুষকে কষ্ট হচ্ছে। তবে রোদ উঠায় প্রান্তিক জনপদে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। বছরের শেষ বুধবার (৩১ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রার এসব তথ্য জানিয়েছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে সূর্য উঠলেও বাতাসের কারণে হাড়কাঁপানো শীতের মধ্যে মানুষ কাজের পথে বের হচ্ছেন। গত কয়েকদিন ঘন কুয়াশা ও ঠাণ্ডার তীব্রতায় জনজীবনে স্থবিরতা নেমেছিল।

শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ছুটছেন। কেউ কেউ বাজারের ফুটপাতের কাপড়ের দোকানে ভিড় করছেন। কম মূল্যে শীতবস্ত্র কিনে নিজের শীত নিবারণ করছেন। অনেক গরীব মানুষের বাড়ির উঠোনে খড়কুটোয় আগুন জ্বেলে ঠাণ্ডা কাটানোর দৃশ্যও দেখা গেছে।

সকালে কথা হয় চা শ্রমিক আরশেদ আলী ও নাসিরের সাথে। তারা জানান, কয়েকদিন ঘন কুয়াশা ও বাতাস বইয়ে গেছে। দুইদিন ধরে কুয়াশার মেঘ কাটলেও কনকনে শীতে কাজ করা কষ্টকর। বাগানে পাতা তুলতে গিয়ে শীতে হাড়কাঁপছে। তারা বললেন, ‘বাগানের পাতা বরফের মতো মনে হচ্ছে।’

শীতে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। প্রতিদিন সর্দি, জ্বর, কাশির মতো রোগ, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী হাসপাতালে আসছেন। রোগীর মধ্যে বেশির ভাগ শিশু ও বৃদ্ধ। চিকিৎসকেরা শুধু চিকিৎসা নয়, শীতে সুরক্ষিত থাকার পরামর্শও দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, বছরের প্রথম দিনেই এ অঞ্চলে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, বছরের প্রথম দিনেই এ অঞ্চলে তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নেমেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর