বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত খাগড়াছড়ির শিক্ষার্থীরা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন বই হাতে পেয়ে খাগড়াছড়ির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় বই বিতরণ কর্মসূচি।
খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।
শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মনাফ বলেন, "নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আমরা খুব আনন্দিত। বইয়ের গন্ধই আলাদা অনুভূতি দেয়।"
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। সন্তানের সাথে স্কুলে আসা অভিভাবক আনুচিং মারমা সরকার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সরেজমিনে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, টিএনটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে, সব স্কুলই এবার শতভাগ নতুন বই পেয়েছে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষার বইও বরাদ্দ দেওয়া হয়েছে।
শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন বলেন, "আমাদের বিদ্যালয়ে এবার ১০০% বই পাওয়া গেছে, যার মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার বইও রয়েছে। ৮০% শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করতে পেরেছি। বই পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি।
ছোটন বিশ্বাস/ আইএইচ

