Logo

সারাদেশ

নরসিংদীতে দুই আসনের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৫:০২

নরসিংদীতে দুই আসনের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-২ আসনে নির্বাচনী ব্যয়ের বিবরণী পূরণ না করায় ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম, ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন, মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। এছাড়া নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে প্রার্থীর পক্ষে সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বৃহস্পতিবার দুইটি আসনে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

সুমন রায়/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর