বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৫:২০
বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মোট ১৬ লাখ ২৪ হাজার ৫৩টি বই। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ৬৯ হাজার কপি। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে মোট চাহিদা ছিল ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বই।
এদিকে, জেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এ বছর মোট বইয়ের চাহিদা রয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি। এর মধ্যে ইতোমধ্যে এসেছে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই। অবশিষ্ট ২ লাখ ৩ হাজার ২৯২টি বই শিগগিরই পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ‘সরকারি বিধি মোতাবেক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে।’
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘জেলার সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। যেসব বই এখনও পাওয়া যায়নি, সেগুলো আসামাত্রই দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
মাহফুজ রহমান/এনএ

