বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৪ লাখের বেশি বই বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:০৫
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে সারাদেশের ন্যায় জয়পুরহাটে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে জয়পুরহাট জেলায় মোট ১৪ লাখ ২০ হাজার ৭৬১টি বই বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে প্রাথমিক স্তরের জন্য বরাদ্দ রয়েছে ৩ লাখ ৬৯ হাজার কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বই। প্রথম দিনেই এই বিপুলসংখ্যক বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারি থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।’
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘জেলার প্রায় সকল শিক্ষার্থীর হাতে আজই বই পৌঁছে গেছে। যেসব প্রতিষ্ঠানে কিছু বই বাকি আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।’
উল্লেখ্য, জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য মোট ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই পাওয়া গেছে। অবশিষ্ট ২ লাখ ৩ হাজার ২৯২টি বই আগামী কিছুদিনের মধ্যে বিতরণ করা হবে বলে শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে।
এআরএস

