তিস্তার চরে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি
রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৮
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে ফসলি জমি, বসতবাড়ি এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো হুমকির মুখে পড়েছে। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার সংলগ্ন বৈরাতী চর এলাকায় ইতোমধ্যে কয়েক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বুলু’ নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র নিয়মিতভাবে নদী তীরের বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে নদী তীর ক্ষয়ে গিয়ে ক্রমশ ভেতরের দিকে অগ্রসর হচ্ছে, যা আশপাশের কৃষিজমি এবং জনবসতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
বৈরাতী চরের বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘তিস্তার ভাঙনে এ পর্যন্ত তিনবার আমার ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। সরকারি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছি, কিন্তু এই বালু উত্তোলন চলতে থাকলে সেটিও রক্ষা পাবে না।’
স্থানীয় বাসিন্দা পেয়ারা বেগম অভিযোগ করেন, ‘প্রভাবশালীরা নির্বিঘ্নে বালু কাটছে, আর আমাদের জীবন-জীবিকা হারানোর মুখে ঠেলে দিচ্ছে। ফসলি জমি ও বসতভিটা বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
ক্ষতিগ্রস্তরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জমি রক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস

