Logo

সারাদেশ

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:২৮

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বাসে ভাসছে নওগাঁর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বইয়ের রঙিন প্রচ্ছদ ও নতুন গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীদের আনন্দাশ্রু ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে স্কুল-কলেজ প্রাঙ্গণ।

সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের কাছ থেকে বই গ্রহণ করে। অনেকে বইয়ের পাতা উল্টে দেখে, কেউবা বইয়ের গন্ধ শুঁকে নতুন বছরের শুরুতেই পড়ালেখায় মনোনিবেশের প্রত্যয় ব্যক্ত করে।

এক শিক্ষার্থী জানায়, ‘বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পড়াশোনার আগ্রহ আরও বেড়ে গেছে।’

শিক্ষকরা বলছেন, সময়মতো বই পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মনোবল বৃদ্ধি পেয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি অসামান্য উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২০ লাখ ৬৮ হাজার ১৮০টি বই পৌঁছে গেছে। বাকি বইগুলো খুব শিগগিরই সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।

এদিকে প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক স্তরের ১০ লাখ ৮৮ হাজার ৯০৫টি বই চাহিদা অনুযায়ী সবকটিই বিতরণ করা হয়েছে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর