খালেদা জিয়ার জানাজায় নিহত নিরবের পরিবারের পাশে বিএনপি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬
ছবি : বাংলাদেশের খবর
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে রাজধানীতে পদদলিত হয়ে নিহত নিরব হোসেন (৫৬) এর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মানিক মিয়া এভিনিউতে ভিড়ের মধ্যে পড়ে অসুস্থ বোধ করলে মাটিতে লুটিয়ে পড়েন এবং পদদলিত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাড়াবাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তার পরিবার ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে অংশ নিতে গিয়ে তার ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। গুলিতে তার মেরুদণ্ডের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসার পরও তিনি এখনও প্যারালাইজড অবস্থায় রয়েছেন। তার বোন নুসরাত জাহান নাফিসা (১৪)।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘নিরব হোসেনের মৃত্যুর খবর পেয়ে ভার্চুয়ালে থাকা দলের চেয়ারম্যান তারেক রহমান ফোন করে নির্দেশ দিয়েছেন, এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাহসিনের চিকিৎসার জন্য দেশে বা বিদেশে যা প্রয়োজন করা হবে। পরিবারের কর্মক্ষম সদস্যদের কাজের ব্যবস্থাও করা হবে। বিএনপি এই পরিবারের সাথে সবসময় থাকবে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস

