ফরিদপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৬
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. ইউসুফ মাতুব্বর (৭০) ও মো. ইউনুছ মোল্যা (৬৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. ইউসুফ মাতুব্বর (৭০) ও মো. ইউনুছ মোল্যা (৬৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইউসুফ মাতুব্বর উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। তিনি ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে আরেক আওয়ামী লীগ নেতা ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মো. পারভেজ মিয়া/এমবি

