নাটোরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৭
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের লালপুরে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের গোবিন্দপুর আখ খামারের একটি পানির ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো. নিরব হোসেন (১৩) লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও মো. নাসির মন্ডলের পুত্র। বুধবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ক্যানেলে ভাসমান মরদেহ দেখে পুলিশকে জানান। লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান নিশ্চিত করেছেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকারীরা ঘাতকের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছেন।
নিরব হোসেনের মৃত্যু নিয়ে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ বলেছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস

