মনোনয়ন যাচাই
যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:২৩
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে যশোর-১ ও যশোর-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়।
যশোর-১ (শার্শা) আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির মফিকুল হাসান তৃপ্তি দলীয় মনোনয়নপত্র জমা দেননি।
স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি পাওয়া যায়। এছাড়া বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চলের মনোনয়নে তথ্যের ঘাটতি থাকায় সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। তাদের হালনাগাদ তথ্য জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল হয়। জামায়াত ইসলামীর ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ব্যাংক ঋণ (ক্রেডিট কার্ড) সংক্রান্ত জটিলতার কারণে অযোগ্য হয়েছেন।
বিএনপির মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলাম দলীয় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি পাওয়া যায়। এছাড়া বিএনএফ-এর শামসুল হক ও জাতীয় পার্টির ফিরোজ শাহের মনোনয়নপত্রে তথ্য হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘মনোনয়নপত্রে যেসব ত্রুটি পাওয়া গেছে, সেগুলো নির্বাচন আইন অনুযায়ী বিবেচনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।’
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ছয়টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে ১০, জামায়াতে ইসলামী থেকে ৬, স্বতন্ত্র ১০ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে।
এআরএস

