খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আজিজুল হক কলেজে দোয়া মাহফিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৩০
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা কামনা করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম বলেন, সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তাআলা যেন তার রুহকে শান্তি দান করেন এবং পরিবারকে শোক সইবার শক্তি দিন।’
তিনি আরও যোগ করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন তার বাবা-মায়ের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে সুদৃঢ় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারেন।’
আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাকিব হাসান তামিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে লাখো মানুষের জন্য একজন অনন্য আদর্শ। তার রুহের মাগফেরাত কামনায় আমরা এ দোয়া মাহফিলে অংশ নিয়েছি।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজনের জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ।
দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জুয়েল হাাসান/এমবি

