Logo

সারাদেশ

জামালপুরে আ.লীগ নেতা লাঞ্জু গ্রেপ্তার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

জামালপুরে আ.লীগ নেতা লাঞ্জু গ্রেপ্তার

জামালপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জামালপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জামালপুর শহরের কলেজ মোড় এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মঞ্জুরুল ইসলাম লাঞ্জু তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে এবং আজ তার জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাসায় এসেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর