Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া খালুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রনচন্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মাকে নিয়ে খালুর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে ভাত খাওয়ার সময় শিশুটির গলায় খাবার আটকে যায়। পরে দ্রুত তাকে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

এসকে দোয়েল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর