Logo

সারাদেশ

ফরিদপুর-১

স্কুলে নির্বাচনী সমাবেশ, ম্যাজিস্ট্রেট আসতেই সটকে পড়লেন বিএনপি প্রার্থী

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:৩৯

স্কুলে নির্বাচনী সমাবেশ, ম্যাজিস্ট্রেট আসতেই সটকে পড়লেন বিএনপি প্রার্থী

ফরিদপুর-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের বিরুদ্ধে। স্কুলমাঠে অনুমতি ছাড়া রাজনৈতিক সমাবেশ করার সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সমর্থককে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশের প্রস্তুতি ও বক্তব্য দেওয়ার আয়োজন করেন খন্দকার নাসির। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার নিয়ম থাকলেও স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের গাড়িবহর ও উপস্থিতি টের পেয়েই তড়িঘড়ি করে অনুষ্ঠানস্থল থেকে সটকে পড়েন বিএনপি প্রার্থী খন্দকার নাসির।

তবে ঘটনাস্থলে প্রার্থীর সমর্থকরা উপস্থিত থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য ঈশা খাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে একজনকে জরিমানা করা হয়েছে।

এদিকে নির্বাচনের আগে প্রার্থীর এমন আচরণে স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগেই আইনের প্রতি এমন শ্রদ্ধাহীনতা দেখা গেলে ভবিষ্যতে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ঘটনায় ফরিদপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর