গাইবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৪:১১
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠুটিয়া পুকুর বাজার সংলগ্ন গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সামনে থাকা সিমেন্টবোঝাই ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি পিছন থেকে ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপারসহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুইজন নিহত হন।
আতিকুর রহমান/এমবি

