Logo

সারাদেশ

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৩

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খৈয়্যারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সাতকানিয়ার রুপকানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে রেললাইনে তার লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সাবইনস্পেক্টর এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর