Logo

সারাদেশ

কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৯:৪০

কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাচাই-বাছাইয়ে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন ও জামায়াতের মনিরুজ্জামান বাহলুল; কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বলেন, একটি ছোট ত্রুটির কারণে আমার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি সমাধান করে আপিল করব।

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

কুমিল্লার ১১টি আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র শনিবার যাচাই-বাছাই করা হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর