Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

খাগড়াছড়িতে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি ২৯৮নং আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬ এর মনোনয়নপত্র যাচাই - বাছাই শেষে মনোনয়ন বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত এই ঘোষণা দেন।

এতে খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

এসময় খাগড়াছড়ি ২৯৮নং আসনে মোট ১৫ টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারমধ্যে যাচাই-বাছাই শেষে ৭ টি মনোনয়ন বৈধ এবং ৮ টি মনোনয়ন বাতিল ঘোষণা করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত।  

মনোনয়নপত্র দাখিলে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো. মোস্তাফাসহ মোট ৮টি মনোনয়নের প্রার্থীতা বাতিল করা হয়েছে।  

এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

২৯৮নং খাগড়াছড়ি আসনে যারা মনোনীত হলেন - বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো.এয়াকুব আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।

ছোটন বিশ্বাস/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর