Logo

সারাদেশ

ফরিদপুর-১

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরের হলফনামায় জালিয়াতি, দেননি আয়কর রিটার্নও

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরের হলফনামায় জালিয়াতি, দেননি আয়কর রিটার্নও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও জমাকৃত হলফনামায় ‘অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য’ প্রদানের অভিযোগ উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও জমাকৃত হলফনামায় ‘অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য’ প্রদানের অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিজের নামে আয়কর নথি (টিআইএন নম্বর), ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং সম্পদ ও দায় বিবরণী তথা আইটি-টেন/বি জমা দেওয়া হয়নি বলেও তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খন্দকার নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আয়কর নথি সংযুক্ত করেছেন, তা তার নিজের নামে নয়; বরং ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে অন্য এক ব্যক্তির বলে দাবি করা হয়েছে। এই নামে জমা দেওয়া আয়কর নথিতে টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

অভিযোগে বলা হয়েছে, ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী তার মোট সম্পদ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। কিন্তু বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তার নিজের সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এসব সম্পদের বিপরীতে আয়কর সংক্রান্ত প্রাসঙ্গিক কোনো নথিপত্র নেই বলেও অভিযোগ।

হলফনামা অনুযায়ী, খন্দকার নাসিরুল ইসলাম তার দায় (ঋণ) দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ ‘খন্দকার নাসিউল ইসলাম’-এর নামে জমা দেওয়া আয়কর নথিতে ব্যাংক ঋণ (দায়) দেখানো হয়েছে মাত্র ৫ লাখ টাকা।

এছাড়া ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে জমা দেওয়া আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য উল্লেখ রয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও টাকার বিস্তারিত হিসাব উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ঢাকা ব্যাংক ফরিদপুর শাখায় ঋণখেলাপি। অভিযোগকারীরা এ তথ্যও নিশ্চিত হওয়ার দাবি করেছেন।

সব মিলিয়ে, হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদান এবং নিজের নামে আয়কর সংক্রান্ত নথি জমা না দেওয়ার অভিযোগের ভিত্তিতে খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা বাতিল হতে পারে বলে অভিযোগকারীরা মনে করছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা আইনে যা আছে, সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। কোনো ব্যক্তির চেহারা দেখে নয়, আইনানুগভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগকারীদের একজন ফরিদপুর-১ আসনের সম্ভাব্য এনডিএফ জোট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজ নামে আয়কর রিটার্নের তথ্য মনোনয়নপত্রের সঙ্গে জমা না দিলে শুধু মনোনয়ন ফরম বাতিলই হবে না, এটি একটি ফৌজদারি অপরাধও। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আশা করছি তিনি উপযুক্ত আইনগত পদক্ষেপ নেবেন।

আরেক অভিযোগকারী সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাকে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও নিজ নামে আয়কর রিটার্ন জমা না দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন।

অন্যদিকে, হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ প্রসঙ্গে খন্দকার নাসিরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর