বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম, সম্পাদক ইভা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:১২
ছবি : বাংলাদেশের খবর
দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখা এবং তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের জন্য প্রথম ধাপে সারাদেশের শতাধিক বন্ধুসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত সারাদেশের বন্ধু সমাবেশে বরগুনা বন্ধুসভাসহ বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে বরগুনা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়।
২০২৬ সালের জন্য বরগুনা ইউনিটের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন লেখক, গণমাধ্যমকর্মী ও সংগঠক খান নাঈম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্মী ও রেডিও উপস্থাপক তানিয়া আক্তার ইভা। কমিটিতে অন্যান্য পদেও নতুন সদস্যরা নির্বাচিত হয়েছেন।
খান নাঈম এর আগেও প্রথম আলো বন্ধুসভা বরগুনা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তানিয়া আক্তার ইভা পূর্বে যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম আলোর বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিক।
সভাপতি খান নাঈম বলেন, ‘গত কয়েক বছর ধরেই বন্ধুসভার সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করছি। আবারো বরগুনার বন্ধুরা আমার উপর আস্থা রেখে সভাপতি মনোনীত করেছেন, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। সংগঠনকে গতিশীল রাখতে সকলকে নিয়ে কাজ করব।’
এআরএস

