Logo

সারাদেশ

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:২২

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

বিয়ে মেনে না নেওয়ার হতাশা এবং পরিবারের সঙ্গে মনোমালিন্যের জের ধরে আত্মহত্যা করেছেন সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র। শুক্রবার (২ জানুয়ারি) ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিয়াম পরিবারের অজান্তে তার চাচাতো বোন অধরাকে প্রেমের সম্পর্কে বিয়ে করেন। প্রায় ছয় মাস পর বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। পরিবার বিয়ে মেনে না নেওয়ায় উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

শুক্রবার সকালে সিয়াম বিষাক্ত বড়ি সেবন করলে পরিবারের সদস্যরা তাকে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভোলা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, এ ঘটনায় কোনো প্রাথমিক অভিযোগ না পাওয়ায় মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর