Logo

সারাদেশ

বগুড়ায় বাসের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

Icon

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৬

বগুড়ায় বাসের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার আদমদীঘিতে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশার পেছনে বাস ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও একই গ্রামের রাসেল মোল্লা (৩৫)। নিহত দুজন চাচা ও ভাতিজা সম্পর্কীয়। আহত হন মিজানুর রহমান মিজু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তারা তিনজন শিবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁর মান্দার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বড় আখিড়া চারমাথা মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। এতে রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার চালক ঘটনার পর পালিয়ে যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিহতদের আত্মীয়-স্বজন মামলা না করায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।

রাকিবুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর