Logo

সারাদেশ

সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের আয় ৯৪ লাখ টাকা

Icon

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের আয় ৯৪ লাখ টাকা

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৯৪ লাখ ৮০ হাজার ৫৮৭ টাকা। এ ছাড়া তার কাছে নগদ অর্থ রয়েছে ১৫ লাখ ৯ হাজার ৫৮২ টাকা।

হলফনামায় তিনি তার পেশা আইনজীবী বলে উল্লেখ করেছেন। তার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই এবং তার নামে কোনো মামলাও নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, অ্যাডভোকেট আসাদুজ্জামানের বাবার নাম শেখ মো. ইসরাইল হোসেন, মায়ের নাম রোকেয়া খাতুন এবং স্ত্রীর নাম শিরীন সুলতানা। তার স্ত্রী পেশায় একজন শিক্ষিকা।

তার বার্ষিক আয়ের মধ্যে বাড়ি ও স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ ১১ লাখ ৪৩ হাজার টাকা, ব্যবসা থেকে ৭৩ লাখ ৩০ হাজার টাকা, শেয়ার-বন্ড ও ব্যাংক আমানত থেকে এক লাখ ৬৭ হাজার ২০১ টাকা এবং পেশাগত আয় ৮ লাখ ৪০ হাজার ৩৮৬ টাকা দেখানো হয়েছে।

তার স্ত্রীর আয়ের উৎস হিসেবে শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে ১৭ হাজার ৮০১ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে পাঁচ লাখ ছয় হাজার ১৫৯ টাকা উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুসারে, আসাদুজ্জামানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে এক কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৭৮৬ টাকা। এছাড়া তার কাছে ২০ ভরি সোনা (উপহার প্রাপ্ত), দুটি প্রাইভেট কার (মূল্য ২২ লাখ টাকা) এবং ফিক্সড ডিপোজিট রয়েছে প্রায় ৩০ লাখ টাকার। তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৩ লাখ ১৩ হাজার ৭৩ টাকা এবং ফিক্সড ডিপোজিট ৩৩ লাখ টাকা।

তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকার উত্তরায় পাঁচ তলা ও ছয় তলা ভবনের অংশ, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাটের এক তৃতীয়াংশ অংশ, সাভারে ৪৬২ শতাংশ কৃষি জমি এবং ঝিনাইদহের শৈলকুপায় জমি। এসব সম্পদের অর্জনকালীন আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৫ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ১৪ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৫ টাকা।

চলতি অর্থবছরে তিনি আয়কর রিটার্নে মোট আয় ৯৪ লাখ ৮০ হাজার ৫৮৭ টাকা এবং সম্পদের মূল্য ১১ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকা দেখিয়েছেন। তিনি আয়কর দিয়েছেন ২৭ লাখ ৬৩ হাজার ১৩৯ টাকা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। গত ২৭ ডিসেম্বর তিনি এ পদ থেকে ইস্তফা দেন। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর