লালমনিরহাটে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চূড়ান্ত তোড়জোড়। শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই প্রক্রিয়ায় তথ্যগত ত্রুটি ও আইনি জটিলতার কারণে ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
যাচাই বাছাই শেষে লালমনিরহাট ১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের ৩ জন এবং লালমনিরহাট ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সমর্থক ভোটারদের তথ্যে গরমিলসহ বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মনোনয়নপত্র যাচাই বাছাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার প্রার্থীদের উদ্দেশে নির্বাচনি আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিল শুনানি শেষে কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে। উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাহেবুল ইসলাম টিটুল/এনএ

