Logo

সারাদেশ

চাঁদপুরে ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৭ অবৈধ

Icon

আলআমিন ভূঁইয়া, চাঁদপুর

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

চাঁদপুরে ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৭ অবৈধ

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট জমা পড়া ৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ২৮টি বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষিত হয়েছে এবং একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে প্রার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

জানা গেছে, অবৈধ ঘোষিত ১৭ জন প্রার্থীর অধিকাংশের মনোনয়নপত্রে হলফনামায় স্বাক্ষরের অভাব ছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটার তালিকার তথ্যে গড়মিল এবং কোনো কোনো ক্ষেত্রে ঋণখেলাপির কারণেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর