কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭৬
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:০৪
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার ১১টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ১০৭টি দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে ৭৬টি বৈধ এবং ৩১টি বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের জন্য ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের জন্য ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রাথমিক এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন।
এবার সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিলকৃত ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল ঘোষিত হয়।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ‘কুমিল্লার ১১টি আসনে মোট ৭৬টি মনোনয়নপত্র বৈধ ও ৩১টি বাতিল হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে যাচাই-বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।’
এআরএস

