ফেনীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৩
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ফেনী ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
শনিবার (৩ জানুয়ারি) ফুলগাজী উপজেলা জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা নূর মোহাম্মদ, ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, ফুলগাজী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফ বিন আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন
এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এনএ

