Logo

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম তিন সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে। হাতিটিকে দেখে লোকজন বের হয়ে এলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে হাতিটি মানুষদের দিকে ধাওয়া করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি তাকে পদদলিত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা আব্দুস ছাত্তার বলেন, ‘আমার ছেলের তিনটি ছোট শিশুসন্তান রেখে গেছে। এ হঠাৎ দুর্ঘটনায় আমাদের পরিবার সম্পূর্ণ দিশেহারা। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তার জন্য আবেদন করছি।’

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, বন্য হাতির আক্রমণেই ব্যক্তিটির মৃত্যু হয়েছে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, ‘এই ঘটনায় ইতিমধ্যে একটি অপমৃত্যু (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর