চট্টগ্রাম-১২ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, এলডিপিসহ ৪ জনের বাতিল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং চার জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম. ইয়াকুব আলী।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, পটিয়া আসনে মনোনয়নপত্র জমাদানকারী ১১ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতুল ইসলামীসহ সাত জনের কাগজপত্র যথাযথ পাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: বিএনপির এনামুল হক এনাম, জামায়াতুল ইসলামীর ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মো. পেয়ারু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস.এম. বেলাল নুর, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবু তালেব হেলালী ও জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী।
অন্যদিকে, ঋণখেলাপির অভিযোগে এলডিপির এম. ইয়াকুব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দলীয় মনোনয়নপত্রের সত্যতা প্রমাণ না হওয়ায় জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসাইন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমদের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়।
বাতিল হওয়া প্রার্থী সৈয়দ সাদাত আহমদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে তারা ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা বিধি অনুযায়ী আপিলের সুযোগ পাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি পটিয়া আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
ইমরান হোসেন মুন্না/এআরএস

