গাইবান্ধার ৫টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭
ছবি : বাংলাদেশের খবর
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচ আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গত শুক্রবার প্রথম দিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। শনিবার গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অর্থাৎ শনিবার এক দিনে মোট ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষিত হয়।
শনিবার যাদের মনোনয়ন বাতিল হয় তারা হলেন :
গাইবান্ধা-৩ আসনে: জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস. এম. খাদেমুল ইসলাম খুদি।
গাইবান্ধা-৪ আসনে : স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ আসনে : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ।
দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধার পাঁচ আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ১৬ জনের বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সম্মেলন কক্ষে এই তথ্য জানানো হয়। তিনি জানান, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতির কারণেই এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আতিকুর রহমান/এআরএস

